নাটোরের লালপুরে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে লালপুর উপজেলা প্রশাসন এর উদ্দ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ এর সময় উপস্থিত ছিলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার প্রমুখ। জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে কম্বল ও নতুন সোয়েটার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, প্রতিষ্ঠান প্রধান মো: সিমানুর রহমান প্রমূখ।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের উ্দ্দ্যোগে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ রন্জু ও সিদ্দিক আলী মিষ্টু সহ পরিষদের সদস্য বৃন্দ। অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদের ব্যক্তি উদ্দ্যোগে দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অন্যদিকে, গভীর রাতে উপজেলার আব্দুলপুর জংশন, আজিমনগর রেলওয়ে স্টেশন ও তার আশেপাশের এলাকায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ করেছে ডু সামথিং ফাউন্ডেশনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান, জামিরুল ইসলাম, সজিবুল হৃদয়, তুষার ইমরান প্রমূখ।
Leave a Reply