নাটোরের লালপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে ইজিবাইক হারালেন সাজদার হোসেন (৩৫) নামে এক চালক। শুক্রবার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের মসজিদের সামনে থেকে তার ইজিবাইকটি চুরি হয়। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটো না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। ওই ইজিবাইক চালক উপজেলার রহিমপুর গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।
ইজিবাইক চালক সাজদার হোসেন জানান,
পরিবারের চার সদস্যকে নিয়ে অভাব-অনটনে কাটছিল সাজদারের জীবন। পরে
গত ৫ মাস আগে ৯ হাজার ৭০০ টাকা কিস্তিতে একটি এনজিও থেকে ১ লাখ ৪০হাজার টাকা ঋণ নিয়ে ইজিবাইক কিনে শুরু করেন অটো চালানো। অটো চালানোর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ও করেন সাজদার। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে মসজিদের সামনে অটো তালা দিয়ে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেলে অটোটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। ঋণের বাকি প্রায় ১ লাখ টাকার কিস্তি কিভাবে পরিশোধ করবেন ভেবে কান্নায় ভেঙে পড়েন ওই ইজিবাইক চালক।এবিষয়ে পুলিশের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন এর মোবাইলে একাধিকবার কল করেও তিনি মোবাইল রিসিভ করেননি।
Leave a Reply