নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সোহান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে । ২৪ নভেম্বর শুক্রবার বিকালে লালপুর- ঈশ্বরদী সড়কের পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। নিহত ওই যুবক পালিদেহা গ্রামের মোহাম্মদ নবীর ছেলে । স্থানীয়রা জানায়,সোহান রাস্তার পাশে দাঁড়িয়েছিল এমন সময় লালপুর হইতে ঈশ্বরদীগামী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে পেছন তাকে ধাক্কা দেয়। এতে সোহান রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
Leave a Reply