নাটোরের লালপুরে ছুরিকাঘাতে নাজমুল হাসান(২৬) নামের এক যুবক নিহত হয়েছে । শনিবার (১৯ আগষ্ট ) রাত ৮ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে নান্দরায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নাজমুল হাসান একই গ্রামের আজিজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নাজমুল হাসান উপজেলার নান্দরায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের মনসা মন্দিরে মনসা দেবীর পূজা উৎসবে যায়। সেখানে মোটরসাইকেলের গ্যারেজে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে নাজমুলের সাথে মোটরসাইকেল গ্যারেজ এর মালিক একই গ্রামের জামশেদ আলীর ছেলে মোঃ জিয়া(২৪)সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তির সাথে তর্ক-বিতর্ক হওয়ার এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুল এর ডান পায়ের উরুতে আঘাত করে । এতে নাজমুল গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক আত্মীয়-স্বজন আহত নাজমুলকে মোটরসাইকেল যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই নাজমুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।
Leave a Reply