আখের মূল্য বৃদ্ধি ও সঠিক সময়ে আখের মূল্য প্ররিশোধ করতে হবে এবং সময়মত সার ও কীটনাশক দিতে হবে বলে দাবি জানান আখচাষী নেতারা । এছাড়া সমন্বয়ের নামে অন্য মিলের শ্রমিক ও কর্মচারী নতুন করে এই মিলে অঙ্গিভুক্ত করা যাবেনা বলে দাবি জানান তাঁরা । আজ
শুক্রবার ২৭ আগষ্ট মিলের প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব দাবি জানান আখচাষী নেতারা । এসময় নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় এর উপ-সচিব নিলুফার জেসমিন খান । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আখ চাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মিলের মহা-ব্যবস্থাপক(কৃষি) মঞ্জুরুল হক, মহা-ব্যবস্থাপক (অর্থ) শ্রী হিরন্ময় , শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, আখচাষী আ: সালাম, ইসলাম হোসেন প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডি, জি, এম ( সম্প্রসারণ) গোলাম রব্বানী ।
Leave a Reply