লালপুরে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে সেবা প্রদানের জন্য অর্থ দাবির অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, লালপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার হাসানুজ্জামান ও অর্জুনপুর – বরমহাটি ( এবি) ইউনিয়নের সমাজ কর্মী নজরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ও এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার এ অভিযোগ উত্থাপন করেছেন উপজেলা পরিষদের মাসিক সভায়।
মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক
সুষ্ঠভাবে তদন্ত পূর্বক একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে দ্বায়িত্ব দেয়া হয়।
এ ব্যাপারে হাসানুজ্জান ও নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধ উত্থাপিত অভিযোগটি সঠিক নয়। চেয়ারম্যানদের সুযোগ সুবিধার কমতি হওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম বলেন, তদন্ত চলমান রয়েছে, আগামী মাসিক সভায় তদন্তের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
Leave a Reply