নাটোরের লালপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে লালপু্র-ঈশ্বরদী সড়কের দক্ষিন লালপুর নামক স্থানে ইঞ্জিনচালিত স্যালোগাড়ী নসিমনের সাথে মোটর সাইকেল সংঘর্ষে শাহীন কবির ( ৪০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। তিনি বগুড়া জেলার ধুনট থানার বেরিলাবাড়ি গ্রামের জমশেদ আলীর ছেলে।
সূত্রে জানা যায়, নিহত শাহীন কবির ব্র্যাক এনজিও’র কর্মী ছিলেন। চাকরি জনিত কারনে তিনি রোববার (৭ মার্চ) সকালে ঈশ্বরদী থেকে রাজশাহী পবায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিন লালপুর সড়কে ইঞ্জিনচালিত স্যালোগাড়ি নসিমনের সাথে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
Leave a Reply