লালপুরে ৫ মাদকসেবীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল শুক্রবার রাত সাড়ে আটটার সময় লালপুর উপজেলার আব্দুলপুর আমবাগান থেকে মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করেছে আব্দুল পুর পুলিশ ফাঁড়ী। আটককৃতরা হলো আব্দুলপুর গ্রামের লাভলুর ছেলে নাইম (২৯), আবুল কাশেমের ছেলে রাকিবুল (৩৫), আমিরুল ইসলামের ছেলে ইসলাম (২৫), উসমানের ছেলে মুনতাজ (৫০), ফেতারের ছেলে সাহাবুদ্দিন (৩৮) প্রমূখ।
এব্যাপারে আব্দুলপুর পুলিশ ফাঁড়ীর এস আই নিজাম উদ্দিন জানান রাতে অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে গ্রেফতার করা হয়েছে।
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে আটটার সময় মাদক সেবনের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply