নাটোরের লালপুরে উপজেলার বিভিন্ন স্থানে শনিবার ৬ মার্চ রাতে অভিযান চালিয়ে মাদক
সেবনের অভিযোগে ৭ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মধুবাড়ী গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সুত্রধরের ছেলে বিজন চন্দ্র সুত্রধর (৪৯), মানিকহার গ্রামের বক্স মালিথার ছেলে মিথুন (২১),জেহের মালিথার ছেলে মহিদুল (৪৫), কালুপাড়া গ্রামের খায়েজের ছেলে লিটন আলী (৪০),করিমপুর গ্রামের ফিরোজের ছেলে সজিব আলী (২২), হাসেম প্রাং এর ছেলে বিপ্লব প্রাং এবং আমজাদ আলীর ছেলে রফিক আলী (২৭) আটক করে।
লালপুর থানার অফিসার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে, রবিবার ৭ মার্চ তাদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply