নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় সাধারন জনগনের মাঝে ৫ হাজার মাস্ক বিতরন এবং সচেতনতা বৃদ্ধি ও কোভিড- ১৯ দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে ৫ দিনব্যাপী কর্মসূচির ৩য় দিনে শনিবার (১০ এপ্রিল) মাস্ক বিতরন ও হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়।
৩য় দিনে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বর ও চাঁদপুর বাজার, দুয়ারিয়া ইউনিয়নের দুয়ারিয়া মোড়, এরশাদ মোড় ও আবেদ মোড়, এবি ইউনিয়নের রাজা-বাদশা মোড়, খাঁ পাড়া মোড়, ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকা এবং ঈশ্বরদী ইউনিয়নের এয়ারপোর্ট মোড় ও গৌরীপুর মোড় এলাকায় মাস্ক বিতরন ও হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারনা করা হয়।
ভিন্ন ভিন্ন স্থানে এ সময় উপস্থিত ছিলেন কদিমচিলান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক জামিল হোসেন, সদস্য ফারহানুর রহমান রবিন, আশরাফুল আলম মামুন, মেহেদী হাসান প্রমূখ।
Leave a Reply