আগামী কাল ২৭ ও ২৮ জুলাই লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দু’দিন ব্যাপী সাহিত্যমেলা ও বইমেলা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদানপ্রাপ্ত উপজেলার সকল সংগঠন, কবি ও সংস্কৃতি সেবিদের উপস্থিতিতে এই বইমেলা অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, পৌর সভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নজরুল গবেষক এইচ এম সিরাজ, লেখক কর্মশালায় কবিদের প্রশিক্ষণ দিবেন কবি ও গবেষক ডক্টর সবুজ শামীম আহসান, সহযোগী অধ্যাপক, যশোর সিটি কলেজ, সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মো আজগর আলী,পরিচালনা করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুঁইয়া।
উপজেলার বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী উৎসবে উপস্থিত নিশ্চিতকরণে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন, আলোচনা,লেখক কর্মশালা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনে সাহিত্য সাংস্কৃতিক ও বইমেলা অনুষ্ঠিত হবে।
উক্ত সাহিত্য ও বইমেলায় অংশগ্রহন করতে প্রস্তুতি সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব কারিদের মধ্যে উপকমিটি গটন করা হয়েছে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
Leave a Reply