পূর্ব শত্রুতার জেরে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাছচাষি সাহাবুল ইসলাম বলেন, আমরা গ্রামের ১০জন মাছ চাষি মিলে সরকারিভাবে লিজ নিয়ে এই দিঘিতে মাছ চাষ করতাম। সম্প্রতি উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আমরা মাছ শিকার করা থেকে বিরত থাকি। কিন্তু আমাদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ (গ্যাস ট্যাবলেট) করে মাছ মেরে ফেলা হয়েছে।এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লারপুর থানার ওসি সেলিম রেজা বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply