শরীয়তপুরের জাজিরার পদ্মায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম খাদিজা (৩)।
আজ শনিবার ভোর ৪টার দিকে জাজিরার সিডার চর এলাকা থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুজনের লাশ উদ্ধার করা হলো।
এর আগে বৃহস্পতিবার বিকালে জাজিরা উপজেলার কৌলান মোল্লাকান্দি ঘাট থেকে আব্দুর রহমান আকন্দ নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় এখনো শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে।
নিহত খাদিজা বরগুনার পাতাকাটা গ্রামের শারমিন আক্তারের মেয়ে।
জাজিরা থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, জাজিরার সিডার চর এলাকায় ওই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়।
জানা যায়, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকন্দের লাশ উদ্ধার করেন। তার বাড়ি জাজিরা উপজেলার ছনখোলা গ্রামে।
বাকি ১১ জনকে জীবিত উদ্ধার করলেও শিশুসহ চারজন নিখোঁজ হয়। তবে এদের মধ্যে এক শিশুর লাশ জাজিরার সিডার চর এলাকা থেকে শনিবার ভোরে উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলারের চালক ও তার সহকারী পলাতক রয়েছে।
Leave a Reply