হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি ওজনের স্বর্ণের প্লেটসহ খোরশেদ আলম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় তল্লাশি চালানোর সময় যাত্রী খোরশেদ আলমের বহন করা হটপটের ভেতর থেকে এ স্বর্ণের প্লেট জব্দ করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা জানান, বিকেল সাড়ে ৩টায় সৌদি আরবের জেদ্দা থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৩০০৮ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন খোরশেদ আলম। ইলেকট্রিক হটপটের ভেতর সুকৌশলে লুকিয়ে স্বর্ণের প্লেট পাচারের চেষ্টা করছিল তিনি। জব্দ এ স্বর্ণের মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান।
Leave a Reply