সারাদেশে একযোগে অনুষ্ঠিত হওয়া এবারের এসএসমি ও সমমান পরীক্ষা শিবগঞ্জে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রথম দিনে অনুষ্ঠিত হওয়া এবারের শিবগঞ্জের ৫টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৪৮জন পরীক্ষা।
এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ বিষয়ে ১ হাজার ১২০জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩জন পরীক্ষা অনুপস্থিত ছিলো। অন্যদিকে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র বিষয়ে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দু’টি ভেন্যুতে ২ হাজার ২৬৩জন পরীক্ষার্থী মধ্যে ৩৩জন অনুপস্থিত, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৪২জন পরীক্ষার্থীর মধ্যে ৯জন অনুপস্থিত, কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯৩৫জন পরীক্ষার্থীর মধ্যে ২৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ও ভোকেশনাল কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ে ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পরীক্ষা চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হায়াত জানান, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষার্থীরা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত করতে প্রতিটি কেন্দ্রে চিকিৎসা সেবার জন্য চিকিৎসকগণ দায়িত্ব পালন করছি।
তিনি আরো জানান, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়।
Leave a Reply