শিবগঞ্জ উপজেলা অবৈধ আখের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ জুলাই) বিকাল ৩ টায় শিবগঞ্জ উপজেলা কানসাট ইউনিয়নের বালুচর গ্রামে ভেজাল আখের গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো জুবায়ের হোসেন ।
দণ্ডপ্রাপ্ত হলেন- কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের আনিসুর
ছেলে লুৎফল তিন মাস কারাদণ্ড ও গুধা ছেলে মোঃ নুরুল ইসলাম ১৫ দিন কারাদণ্ড ।
ভ্রাম্যমান আদালতের সূত্রে জানায় আমদানিকৃত আর্টিফিশিয়াল মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশ্রিত করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গুড় উৎপাদন করায় ফ্যাক্টরি মালিককে তিন মাসের এবং এক জন সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। শিবগঞ্জ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত রাখা হবে।
Leave a Reply