চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ২০ জুলাই ২০২৩ বিকেলে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের জালমাছমারি এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: রাজন আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী প্রশান্ত কুমার দাস ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া । এসময় শিবগঞ্জ পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের আওতাধীন জালমাছমারী এলাকার মশির বাড়ি হতে জুলফিকার আলীর বাড়ি হয়ে ওয়াক্তিয়া মসজিদ পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ এবং জালমাছমারী ওয়াক্তিয়া মসজিদ হতে আ: মান্নানের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ
Leave a Reply