এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদে যুবককে পিটিয়ে গুরুতর জখম কোটি টাকা খরচ হলেও তোর ছাড় নেই আতঙ্কে ভুক্তভোগী ও তার পরিবার। জানা যায় আহত ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাংগা,ইউনিয়নের হরিণগর তাতীপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭),। এ বিষয়ে ভূক্তভূগী আরিফুল ইসলাম প্রতিবেদককে জানায়,৮জুন বৃহস্পতিবার সন্ধ্যায় আম বাগানের ভিতরে,রজব মিস্ত্রি,মানিক,রহমত নয়ালাভাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী হাসান,অজ্ঞাত ভাড়াটে আরও অনেকেই আমার উপর সন্ত্রাসী হামলা চালায়,এসময় বিভিন্ন সামগ্রী দিয়ে বেধরক মারধর করে,গলা চেঁপে প্রাণ নাশের চেষ্টা করে। এক প্রশ্নের উত্তরে ভূক্তভূগী আরিফ জানায় হরিনগর খেপা পাড়া মহল্লার,রজবের মেয়ে নিশার সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্কের জেড়ে একটি মিথ্যা অপবাদে আমাকে ডেকে নিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে আমার হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়, আরিফুল ইসলাম,জানায় সম্পর্ক ছিলো সেটা সত্য তবে যখন জানতে পেলাম মেয়েটির অনত্র অপর জনের সাথে সম্পর্ক রয়েছে তখন আমি সম্পর্কের ইতি টানি। কোনও অবৈধ বা অনৈতিক সম্পর্ক ছিলনা সে মেয়েটির সাথে আমার। তবুও আমাকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা কালে চিৎকারের শব্দ শুনতে পেলে স্থানীয় কয়েকজনের উপস্থিতির জন্য আমাকে সেখান থেকে উদ্ধার করে।পরে দেখে নেবার হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আমি আইনের মাধ্যমে এর সুস্থ তদন্তপূর্বক বিচার চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। প্রত্যক্ষদর্শী রাজু আহাম্মেদ,ও স্থানীয় সূত্র জানায় কয়েকজন মিলে কৌশলে আহত ব্যক্তিকে তাদের আয়ত্বে ডেকে নিয়ে,মিথ্যা অপবাদ দিয়ে সন্ত্রাসী বাহিনি দ্বারা বাশ লাদনা লাঠি,রড,পাইব ও দেশিয় অস্ত্র দ্বারা বেধরক মারধর করে,এসময় ভূক্তভূগীকে গলা চেপে প্রাণ নাশের চেষ্টাও করে। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগীয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত ব্যাক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্যে ২৫০শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।এ বিষয়ে ভূক্তভূগীর স্বজনরা দোষীদের আইনের আওতায় আনতে সুস্থ বিচারের জোড়ালো দাবী জানায়। প্রতিবেদক সরেজমিনে সত্যতা নিশ্চিতে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ আলী (সুইট)র নিকট এ ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে জানান,শুনেছি মারধর করা হয়েছে,আঘাতের পরিমান বেশি হওয়ায়,রোগীর কনুইতে হাড় ভেঙ্গে যায় ও অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন বেশি রয়েছে। রোগীকে প্লাস্টার করে দেওয়া সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাপত্র আনা হয়েছে। উল্লেখ,ঘটনার বিষয়ে বিবাদী পক্ষের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। এমতাবস্থায় ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন আইন সবার জন্য সমান,আমরা ঘটনা সত্যতা যাচাই-বাছাই করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান।
Leave a Reply