সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ৯ তারিখ শিবগঞ্জ থেকে শেওড়াপাড়া, ঢাকা ল্যাংড়া আম পাঠিয়ে ছিলেন গোলাম কবির সেখানে আম চলে যাবার পরে কার্টুনে ২৫ কেজি ল্যাংড়া আম এর পরিবর্তে ২০ কেজি খিরসা আম মিলছে , তিনি বলেন দুঃখের বিষয় কার্টুন খুলে ক্যারেট এর ভিতরে খিরসা পাত আম সেই কার্টুনে যদি আমার অন্য কিছু থাকতো গোলাম কবির বলেন আমি যখন আমের কথা বলি আমার আম কম কেনো হলো এবং ল্যাংড়া আমের পরিবর্তে খিরসা আম কেন হল তখন তারা বলেন ভুল হয়ে গেছে এগুলো বাদ দেন বলে ফোন কেটে দেন তার পরে তারাকে কয়েকবার ফোন দিলে তারা আর কোন ফোন রিসিভ করেনি। তিনি বলেন প্যাকেট ছিড়ে আম বের করে নেওয়া এবং এক আমের পরিবর্তে অন্য আম কম দিয়ে বুঝি দেওয়া তার ক্ষতিপূরণের দেওয়ার দাবি করেন গোলাম কবির এই রকম কাজ জেনো আর কারো সাথে না করে। অনেকেই বলেন বাহ কি চমৎকার সার্ভিস দিচ্ছে ভাগ্য ভালো আমের পরিবর্তে অন্য কিছু পায়নি? মোটো ফোনের মাধ্যমে ভুক্তভোগীরা বলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর আগে অনেকের সাথে এই রকম কাজ করে আসছে বলে জানা জাই তারা বাইরে থাকার কারণে তাদেরকে ক্যামেরা সামনে আসতে পারি নি এরকম কাজ যেন আর অন্য কারো সাথে না এটা বলে তারা দাবি করেন । স্থানীয় লোকজন তাদের কাছে জানতে চাই এরকম কাজ তারা জেনে করছে না না জেনে করেছে তারা নিউজ এর মাধ্যমে জানতে চাই
Leave a Reply