২০১৯-২০ কর বর্ষে ১৪১ শীর্ষ করদাতা ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে সরকার। এতে, জাতীয় পর্যায়ে ব্যক্তি করদাতাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৬ জন, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শিগগিরই এসব শীর্ষ করদাতা ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করবে এনবিআর। এর বাইরে জেলা পর্যায়ের শীর্ষ করদাতা ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হবে। এ বছর করোনাভাইরাস মহামারির কারণে স্বল্প আনুষ্ঠানিকতায় এ কার্যক্রম সম্পন্ন হতে পারে।
এদিকে, ব্যবসায়ী হাজী কাউছ মিয়া বিগত বছরগুলোর মতো এবারও ব্যবসায়ী ক্যাটাগারিতে শীর্ষ করদাতার তালিকায় নাম লিখিয়েছেন। এর আগে গত কয়েক বছর ধরে তিনি ব্যবসায়ী ক্যাটাগারিতে শীর্ষ করদাতার সম্মাননা পেয়ে আসছিলেন।
ব্যবসায়ী তালিকায় হাজী কাউছ মিয়ার পরে অবস্থান করছেন সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।
Leave a Reply