মোহাম্মদপুর ইউনিয়নে ভুমিহীন সম্মেলনে এই সব কথা বলেন- সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন।
সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের ভুমিহীনদের আয়োজনে ২৬ জুলাই (বুধবার) বিকেল ৪ টায় হালিম বাজার মাঠে চরলক্ষী এবং উরিরচর মৌজায় ভু্লবসত (তঞ্চক) অবৈধ বন্দবস্ত ও রেকর্ড ও নথী বাতিলের দাবীতে উপজেলার ৮ মোহাম্মদপুরের ভুমিহীনদের উদ্যোগে ভূমিহীন সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ঠ সমাজ সেবক ও ভুমিহীন নেতা মাষ্টার এনামুল হকের পরিচালনায় ও সমাজ সেবক নুরুল আলম মাইজ্যা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু্ল কালাম আজাদ, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম জিকু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তফা কাজল, সদস্য গিয়াস উদ্দিন, ভূমিহীন নেতা ও সমাজ সেবক, আব্দুল হালিম, জেলা ছাত্রলীগ নেতা রাসেল চৌধুরী।
অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, চরক্লার্ক ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ভূমিহীন নেতা মোঃ এমলাক হোসেন, আওয়ামিলীগ নেতা, দেলোয়ার হোসেন, প্রবাসী যুবলীগ নেতা ইমরান আমিনসহ ভূমিহীন নেতারা বক্তব্য রাখেন।।
বক্তারা বলেন, দীর্ঘ ২০/৩০ বছর ধরে তারা স্খায়ী ভাবে বসবাস করে আসছে, চরলক্ষী এবং উরিরচর মৌজায় ভু্লবসত (তঞ্চক) অবৈধ বন্দবস্ত ও রেকর্ড ও নথী বাতিল করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বস্তবস্ত দিতে হবে, সেই সাথে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
প্রধান অতিথি বাহার উদ্দিন খেলন বলেন, এ সরকার ভূমিহীনদের সরকার, এ সরকার জনগণের সরকার, ভূমিদস্যুরা অবৈধভাবে যে সকল জায়গা জমি অবৈধ রেকর্ড করে নিয়েছে এ সরকার যতদিন আছে ততদিন কোন ভূমিদস্যু আপনাদের জায়গা দখল করতে পারবেনা। ভূমিসদ্যুরা যতবড় অর্থশালী হোকনা কেন, প্রভাবশালী হোকনা কেন ভূমিহীনদের জায়গা তাদের বু্ঝিয়ে দিতে হবে। পরে তিনি এসব অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাবেন বলে আশ্বস্থ করেন।
Leave a Reply