শ্যামনগরঃশ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারে ঈদের ছুটিতে চলছে হরিলুট। যে যার মত করে সরকারি খাস সম্পত্তি দখল বাণিজ্য চালাচ্ছে। ২৩ এপ্রিল (রবিবার) বিকালে স্বরে জমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এলাকার কিছু অবৈধ দখল বাহিনী অবৈধ ঘর নির্মাণ করছেন, অবৈধ ভাবে গড়ে ওঠা দ্বিতালা ভবন শামিমা ক্লিনিক এর উত্তর পাশ্বে ঘর করছেন আমিরুল ইসলাম,পরে দুইটি ঘর করছেন কালাম গাজী ও আরো অনেকে ,কালাম গাজীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার কেনা জায়গা ২০ /২৫ বছর দখলে রয়েছে, তাই ঘর করছি, নায়েব সাহেব ভেঙে দিলে দিবে। আমিরুল ইসলাম বলেন, ২০/২১ সালে একসনা ইজারা বন্দোবস্ত নিয়েছিলাম।তিনতলা ভবনটি দীর্ঘ কয়েক বছর পূর্বে করেছিলেন একজন ব্যক্তি। ওই সময় তৎকালীন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) আহসান উল্লাহ শরিফী সাহেবের নজরে আসলে তিনি দ্বিতীয় তলা ও তৃতীয় তলার প্রাচীর ভেঙ্গে দেন। সেই অবস্থা থেকে এখনো অজ্ঞাত কারণে অবৈধ ঘরটি দন্ডাইমান রয়েছে। এ বিষয়ে আটুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোশারফ হোসেন জানান,আমি গত মঙ্গলবারে আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে জয়েন্ট করেছি। এরপর ঈদের ছুটিতে আছি। আমি আগামীকাল ভুমি অফিসে গিয়ে সরেজমিনে তদন্ত-পূর্বক বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব। বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন শ্যামনগরের সুধীজন।
Leave a Reply