সুশীলনের বাস্তবায়নে দাতা সংস্থা ল্যান্ডেসার অর্থায়নে ম্যানগ্রোভ ফরেস্ট ক্লাইমেট চেইঞ্জ এন্ড লাভলিহুড প্রজেক্ট এর অধীনে (২১ শে ডিসেম্বর) টাইগার পয়েন্ট এ সাতক্ষীরা রেন্জ্ঞ এর ৭৩টা ভিসিএফ এর পিপলস ফোরাম এর প্রতিনিধিদের সমন্বয়ে সভার আয়োজন করা হয় । সভায় ভিসিএফ ও পিপলস ফোরাম এর কাযক্রম শক্তিশালী করা, অবৈধ বন সম্পদ আহরন, বন্য প্রানীর ক্ষতিসাধন , বিষ দিয়ে মাছ ধরা সহ প্রকল্পের বাস্তবায়িত কাযক্রম ও সুন্দরবন সহ-ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম কে এম ইকবাল হোসাইন চৌধুরি সহকারী বন সংরক্ষক ও রেন্জ কমকতা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা বেগম সভাপতি সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি,মোঃফজলুর হক, সুলজ কুমার দীপ, হাবিবুল ইসলাম স্টেশন কমকর্তা সভায় সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের নিবাহী প্রধান ও উপকূল বন্ধ মোস্তফা নুরুজ্জামান সহ শাহিনা পারভিন সহকারী পরিচালক, আকমল হুদা বাবুল প্রকল্প সমন্বয়কারী সহ এম এফ সি সি এল প্রকল্পের কমী মিটিং এ সভাপতিত্ব করেন মোঃ আব্দুল রশিদ সকলে সুন্দরবন রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন ।
Leave a Reply