কওমী মাদরাসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর মানববন্ধন।
আজ বুধবার বরিশাল নগরীর টাউন হল সম্মুখে কওমী মাদরাসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেন দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বদৌলতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পরেছে।
তিনি বলেন, ১৭ মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অস্তিত্ব বিলীন হওয়ার পথে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী মানবেতর জীবন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনার খোড়া অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। কোভিড-১৯ (করোনা) মহামারী সত্ত্বেও অফিস-আদালত, ব্যাংক-বিমা, শিল্পপ্রতিষ্ঠান ও গণপরিবহন সবই চলমান অথচ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দেশ এখন ঘোর অমানিশার অন্ধকারে প্রায় নিমজ্জিত। এ অস্বস্থিকর পরিবেশ উত্তরণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বরিশাল মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, বাজার রোড মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা গোলাম মোস্তফা, বায়তুল মোকররম মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, হোসাইনিয়া মাদরাসার মুহতামিম মুফতী রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন মহানগর সেক্রেটারী মাওলানা লুৎফর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন নূরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন নাইস, দপ্তর সম্পাদক মুহাম্মাদ মাহবুব রব্বানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজিজুল হক, জাতীয় শিক্ষক ফোরামের মহানগর সভাপতি প্রিন্সিপ্যাল ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইশা ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
Leave a Reply