নোয়াখালী সেনবাগ উপজেলার 2 নং কেশারপাড় ইউনিয়ন কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়েছে কানকিরহাট বাজার ব্যবসায়ী একাদশ বনাম 2 নং কেশারপাড় ইউনিয়ন একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খুবেই উত্তেজনা এবং
প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে, মাঠের বাইরের দর্শকের করতালির মধ্যে দিয়ে টান টান উত্তেজনায় ভরপুর দর্শক গ্যালারি- জানান দিলো বাংলাদেশ ফুটবলের ইতিহাস। সেই ইতিহাসকে রক্ষার্থে সততা এবং নিষ্ঠার সাথে ম্যাচটি প্রথম থেকে শেষ পর্যন্ত নীতি-
নৈতিকতার মধ্য দিয়ে সাংবাদিক তথা মাঠের অন্যতম নায়ক রেফারি মোহাম্মদ শিপন মজুমদার শেষ করেন। যার সুনাম রয়েছে সেনবাগ উপজেলা সহ বিভিন্ন থানা পর্যায়ে। যার প্রমাণ মিলেছে আজকের প্রীতি ফুটবল ম্যাচটিতে। টানটান উত্তেজনা কর ম্যাচটি এক এক গোলে ড্র হলে ট্রাইবেকারের সিদ্ধান্ত প্রদান করেন দু’পক্ষের অধিনায়ক কে সমন্বয় করে
দক্ষ এবং অভিজ্ঞ সুনামধন্য রেফারি নোয়াখালী সেনবাগ উপজেলার অত্যন্ত অভিজ্ঞ মোহাম্মদ শিপন মজুমদা। পরবর্তীতে সঠিক নিয়ম শৃংখলার মধ্য দিয়ে 2 নং কেশারপাড় ইউনিয়ন ট্রাইবেকারে ম্যাচটিতে জয়লাভ করেন। এতে মাঠ প্রাঙ্গন জুড়ে খুশির উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
Leave a Reply