নরসিংদীতে নিউজ ২৪, কালেরকণ্ঠ, প্রতিদিনের সূর্য, বাংলাদেশ প্রতিদিনের স্টিকার লাগানো প্রাইভেটকারে সাংবাদিক পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত বিয়ার পাঁচারের সময় দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সদরের ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা এলাকা থেকে তাদের ৩১২ ক্যান বিয়ারসহ আটক করা হয়। আটকৃতরা হলো, গাজীপুরের কালীগঞ্জ থানার মোহাম্মদ আলীর ছেলে আন্তঃজেলা চোরাকারবারি চক্রের সদস্য মো: শাহআলম মোল্লা ওরফে আলম (৪৫) ও ভোলার দৌলতখান এলাকার মো: হানিফ মিয়ার ছেলে জুয়েল (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মিডিয়া সমন্বয়ক রুপন কুমার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির এসআই মাহমুদুল হাসান মারুফ সহ একটি টিম অভিযান চালিয়ে নিউজ ২৪ স্টিকার লাগানো প্রাইভেটকার দাঁড়ানো অবস্থায় পেয়ে গাড়ীর লোকজনদের জিজ্ঞাসা করলে তারা সাংবাদিক পরিচয় দেয় এবং তাদের কথায় ও ভাবভঙ্গিতে সন্দেহ হলে গাড়ী তল্লাশী চালিয়ে ১৩ কেইস বিয়ার উদ্ধার হয়।
মাদকদ্রব্যগুলোর মূল্য দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শ টাকা। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা আছে এবং উক্ত ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply