পেশাগত দায়িত্ব পালনকালে অনুসন্ধানী সাংবাদিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের বিচার, হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও নিঃর্শত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নোয়াখালীর সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল হাশেম, আলমগীর ইউসুফ, মিজানুর রহমান, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। একই সাথে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আন্দোলন আরও কঠোর করা হবে।
Leave a Reply