সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা স্বামী-স্ত্রী ও দুই সন্তান। তাদের ধাঁরালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- শাহিনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)। তাঁদের বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশাগ্রামে।
শাহিনুর মৎস্য ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
কলারোয়া থানার ওসি হারান পাল জানান, সকাল সাড়ে ছয়টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পুলিশকে খবর দেন। ইউনিয়ন পরিষদের পাশের এক বাড়িতে রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা একই পরিবারের চার সদস্যকে হত্যা করেছে। এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনা স্হলে যায়।
Leave a Reply