নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিল গোপালহাটি গ্রামে ১২/১১/২৩ ইং তারিখ রবিবার সকাল ১০ টার দিকে রানুর বেওয়ার নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মরহুম সেনা সদস্য আমিন উদ্দিন শেখের বাড়িতে হামলা চালায়।
আমিন উদ্দিন শেখের দুই ছেলে আহাম্মেদ আলী রনি ও আমান উল্লাহ শেখ সেই মুহূর্তে বাড়িতে না থাকায় উনার বিধবা ইস্ত্রী জহুরা বেওয়া ও তার দুই পুত্র বধুকে অকথ্য ভাষায় গালা গালি করে অতপর তাদের চুল ধরে লাথি ঘুষি সহ অভিনব কায়দায় মারমিট করতে থাকে।
খবর পেয়ে তার দুই পুত্র আহাম্মেদ আলী রনি ও আমান উল্লাহ শেখ এলাকার ইউপি সদস্য সেলিম রেজা ও সাংবাদিকের সহায়তা নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে রানু বেওয়া তাদের উদ্দেশ্য করে তার সন্ত্রাসী বাহিনী দের বলেন ওদের ধরে প্রানে মেরে ফেল এ কথা বলা মাত্রই সন্ত্রাসী বাহিনীর গট ফাদার সাহাবদ্দিন সহ ৮/১০ জন তার দুই সন্তান আহাম্মেদ আলী রনি ও আমান উল্লাহ শেখকে বেধরোক মারপিট করতে থাকে।
এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনীর গট ফাদার সাহাবদ্দিন তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে রানু বেওয়ার নির্দেশে মরহুম সেনা সদস্য আমিন উদ্দিন শেখের ছোট ছেলে আমান উল্লাহ শেখকে প্রানে মেরে ফেলার উদ্দেশ্য তার মাথায় সজরে আঘাত করতে থাকলে তাদের সরগোলে এলাকার জনসাধারণ তাদের উদ্ধার করে।
ইতি মধ্যে সন্ত্রাসীরা পালিয়ে যায় খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে আসেন এবং আমান উল্লাহ শেখকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নিতে সহায়তা করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ জনাব নান্নু খানের সাথে কথা বল্লে তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনবেন বলে জানান।
Leave a Reply