“আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সবাই সমানভাবে আইনি সহায়তার আশ্রয়কারী” এই স্লোগানকে কেন্দ্র করে এবং গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও আইনি সহায়তা দানের উদ্দেশ্যে আজ ১০/১২/২০২০ ইং তারিখে সারাদিন ব্যাপি আড়াপাড়া শিব মন্দির প্রাঙ্গনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “লিগ্যাল এইড ক্যাম্প” কর্মসূচি বাস্তবায়িত হয় সাধারণ সম্পাদক সাভার পৌর আওয়ামী লীগ, ১ নং প্যানেল মেয়র এবং ২ নং ওয়ার্ডের বার বার বিনা প্রতিদন্বিতায় নির্বাচিত কাউন্সিলর জনাব মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লার নেতৃত্বে এবং ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম,কাতলাপুর, সাভার (এইচ আর এল এস) প্রকল্পের সহযোগিতায়।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত লিগ্যাল এইড ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ রাজনীতিবিদ মানবসেবাই যার একমাত্র নেশা জনাব মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লার নিজ ওয়ার্ডের সম্মানিত স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীরা।
আমন্ত্রিত দর্শকদের মধ্যে ছিলেন পেশাগত ব্যক্তিবর্গ গণ এবং কমিউনিটির শ্রমিকসহ সকল শ্রেণির মানুষ। উপস্থিত ছিলেন ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সম্মানিত কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানে বক্তারা নিজ নিজ গুরুত্বপূর্ণ মতামত এবং তথ্য পেশ করেন সকলের উদ্দেশ্যে আইনি সহায়তা বিষয়ক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবজাগরণ যুব সমাজ সেবা ক্লাবের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ঠ সমাজ সেবক জনাব মোঃ জাহাঙ্গীর আলম খাঁন। তিনি বলেন সর্বস্তরের মানুষ সমান সুযোগ ও আইনি অধিকার ভোগ করার অধিকারী। তাই প্রত্যেক কে নিজ নিজ অধিকার সম্পর্কে সঠিকভাবে জেনে অধিকার আদায় করে নিতে হবে এবং কোথায় গেলে সঠিক আইনি পরামর্শ পাওয়া যাবে এ বিষয়ে অবগত থাকতে হবে।
পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাননীয় সচিব জনাব মনিরুল ইসলাম মনির। আমন্ত্রিত সকল শ্রমিক এবং কমিউনিটিতে বসবাসরত নারী শ্রমিকদের উদ্দেশ্যে তিনি তার বার্তা পৌঁছে দেন। তিনি বলেন বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবী নিজ নিজ কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা।
সকলকে মানবাধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে সর্বক্ষণ এবং নিজ নিজ জানা সকল আইনি তথ্য সকলের মাঝে বিস্তার করতে হবে। বিশেষ পরামর্শমূলক বক্তব্য রাখেন ক্যাম্পে ব্রাকের সম্মানিত প্রতিনিধি সার্ভিস সেন্টার ম্যানেজার জনাব রাশেদুল ইসলাম। প্রথমেই তিনি ব্রাকের বিনামূল্য আইনি সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সাধারণের মাঝে। তিনি বলেন সম্পূর্ণ ভাবে গোপনীয়তা বজায় রেখে আইনি সহায়তা দিয়ে থাকেন ব্রাকের আইনি সহায়তা বিষয়ক প্রকল্প এইচ আর এল এস। আইনি সহায়তা গুলোর মধ্যে রয়েছে বিবাহ বিচ্ছেদ, পারিবারিক কলহ প্রভৃতি সাধারণ অভিযোগ গ্রহণ এবং তদন্ত বিষয়ক কেস বা মামলা।
এসময় লিগ্যাল এইড ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্রাকের স্টাফ আইনজীবী মহোদয় জনাব মাকসুদুর রহমান (লিগাল কো-অর্ডিনেটর) । জনাব মাকসুদর রহমান সারাদিন ব্যাপি আইনি সহায়তা বিষয়ক কার্যক্রমের ধারা অব্যাহত রাখেন। তিনি উপদেশমূলক বকত্বরাখেন উপকার ভোগীদের উদ্দেশ্যে ।
তিনি আইনি ধারা অনুযায়ী আইনি সেবার ধাপগুলো বলেন এবং উপদেশ পরামর্শ দিয়ে যান সার্বক্ষণিক।তিনি বলেন মানবাধিকার, মানবসত্তার মর্যাদা এবং মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচির মূল ভিত্তি। বিনামূল্যে কমিউনিটির সকলকে আইনি পরামর্শ গ্রহণের জন্য আহব্বান জানান এবং যথাযথ ভাবে উক্ত পরামর্শ অনুযায়ী প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে ও জানাবেন বলে অভিমত ব্যক্ত করেন।
তদুপরি এসময় সমগ্র কর্মসূচি পরিচালনায় এবং নেপথ্যে ছিলেন আড়াপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি নেত্রী জনাব টুনি চক্রবর্তী।
Leave a Reply