সাভারের ব্যাংক কলোনি থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে অজ্ঞাতপরিচয় এই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
নারীটির বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে।
ওসি দীপক চন্দ্র সাহা বলেন, একটি বাড়ির দুই সিঁড়ির মাঝখানের জায়গাটিতে বস্তাবন্দী অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে।
Leave a Reply