সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউপি’র আয়োজনে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০সেপ্টেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু। বক্তব্যে তিনি বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ও সামাজিক সম্প্রীতি দৃঢ় রাখতে জাতিধর্ম নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। আমরা কালিগঞ্জ থানা এলাকার ১২ টি ইউনিয়নের ১ শ ৮টি ওয়াডে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগীতা চাই। জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের অভিজান অব্যহত আছে। কালিগঞ্জ থানা পুলিশ সদা নিয়োজিত জনকল্যাণে, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। জন সচেতনতার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, নাজিমগঞ্জ বনিক সমিতির সভাপতি শেখ ফিরোজ কবীর কাজল, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ প্রমুখ। আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সদস্য, বিভিন্ন স্কুল—মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি সদস্য।
শেখ রেজওয়ান আহমেদ কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
Leave a Reply