বদলি করা করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন কর্মকর্তার পদ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামকে সেই দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার ঢাকার সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এই কর্মকর্তাকে র্যাবে পদায়নের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রায় ছয় বছর দায়িত্ব চালিয়ে আসা সারওয়ার আলমকে গত সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাজহারুল ইসলাম র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হবেন।
উল্লেখ্য যে, গত (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহেরের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগদান করা এই কর্মকর্তা সর্বশেষ পুরনো ঢাকায় হাজী সেলিমের বাড়িতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। বলা হচ্ছে এই জন্য তাকে বদলি করা হয়েছে। একজন এমপির বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন কিনা তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়। এরপরই তাকে গোপনীয়তার মধ্যে বদলি করা হলো।
Leave a Reply