সার
সুব্রত শুভ
কারো কারো নির্জনে রাত্রে নামে আবেগি আঁধার,
কেউ থাকে জ্যোৎস্ন সুখে ডুবে!
চুপে চুপে কারো চলে দিন,
কারো ঢের অট্টহাসি মুখে!
হিসেবের নামতা কারো ভুল,
কারো খুব মনে থাকে সব!
চারিদিকে খুব কলরব,
তবুওতো কেউ খুব একা!
সঙ্গ পেলে উবে যায় ডুবে,
নিঃসঙ্গে মধুর মূরতি-
চুপিসারে এঁকে চলে খুব,
তাইতে এ লেখা হয় সার!
Leave a Reply