২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গি গোষ্ঠীর কাপুরুষোচিত ঘৃণ্য বোমা হামলায় ঝালুকাঠি জেলায় নিহত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ এর স্মরণ রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিচার বিভাগ রাজশাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত জেলা জজ শারমিন আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রাইব্যুনালের জেলা জজ পদমর্যাদার বিচারকবৃন্দ, সিএমএম, সিজেএম ও বিভিন্ন স্তরের বিচারক। আলোচনা সভায় সভাপতি ভারপ্রাপ্ত জেলা জজ শারমিন আখতারসহ আলোচকবৃন্দ বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিচারকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে বলা হয় বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা থাকলে সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে এবং সোহেল আহমেদকে আমরা হারাতাম না।
Leave a Reply