সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আদিবাসী কলেজ ছাত্রীসহ ৬ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ দুটি পৃথক ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ। তিনি জানান, উক্ত উপজেলার গুল্টা গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলেজ ছাত্রীর বাবা-মা স্থানীয় বাজারে প্রতিদিনের ন্যায় চা বিক্রি করছিল। এ সুযোগে একই এলাকার গুল্টা হাজিপাড়া গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা (৩৮) ওই কলেজ ছাত্রীকে পড়াতে এসে একাকী পেয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ওই গৃহশিক্ষককে মারপিটকালে বিশেষ কৌশলে সে পালিয়ে যায়।
এ ব্যাপারে নির্যাতিত কলেজ ছাত্রীর বাবা বাদী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এদিকে একই উপজেলার মহেষরৌহালী গ্রামের ৬ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই শিশু মেয়েকে বাড়িতে রেখে হাঁস চড়াতে পুকুরপাড়ে যায় তার মা।
এ সুযোগে প্রতিবেশী আব্দুল মমিনের ছেলে নাঈম (১৯) শিশুটিকে মালা কিনে দেয়ার কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। দুপুরের দিকে তার মা বাড়ি ফিরে শিশু মেয়েকে অসুস্থ দেখতে পায় এবং বিস্তারিত ঘটনা জানতে পারে। এ ঘটনাটি স্থানীয়রা মিমাংসার জন্য চাপ সৃষ্টি করে। ওই শিশু আরো অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply