সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মঞ্জিল হক জানান, রবিবার দিবাগত রাতে উত্তরাঞ্চল থেকে আলুবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি তাড়াশের খালকুলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ও কাভার্ডভ্যানের দুই চালক নিহত হন। এ সময় আহত হন আরও একজন।
খবর পেয়ে সিরাজগঞ্জ ও কামারখন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
Leave a Reply