সিরাজগঞ্জে দু’গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপে ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা ও পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার বাড়াঙ্গা গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে।
এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়াসহ বাড়ি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে কামারখন্দ ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় সংঘর্ষকারীরা পুলিশের হামলা করলে বেদম লাঠিচার্জ ও কমপক্ষে ২৬ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply