সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ কামারখন্দ থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন।
এদিকে মিথ্যা মামলায় আব্দুল্লাহ আল কায়েসকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।
Leave a Reply