বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশের পাঁচ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বারহাট্টায় মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বুধবার (১৭ আগস্ট ২০২১) দুপুরে বারহাট্টা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য মুহাম্মদ মাইনুল হক কাশেম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম আজাদ বকুল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ,সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক এবং ৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মনোরঞ্জন সরকার,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ খেলন আক্তার খাতুন, ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান রনি, যুবলীগ সাধারণ সম্পাদক হারুন-উর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গি গোষ্ঠী সারা দেশে পাঁচ শতাধিক সিরিজ বোমা হামলা চালায়। হামলাকারীদের চক্রান্ত এখনও চলছে। এদের বিরুদ্ধে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। রক্ত দিয়ে হলেও সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
মানববন্ধন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এলাকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
Leave a Reply