সীমান্ত ছড়ায় গোসেলে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে ২৩ বছর বয়সী এক হাজং (নৃ-তাাত্ত্বিক জনগোষ্ঠী) গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার উওর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রাজাই সংলগ্ন রাজাই ছড়ার পার্শ্ববর্তী পাহাড় ঘেষা জঙ্গলে ওই ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত’র নাম রাশিদ মিয়া (৪০)। সে উপজেলার উওর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের আবুল কালামের ছেলে। রাশিদের ঘরে দুই স্ত্রী রয়েছে। সে চার সন্তানের জনক।
ভিকটিম গৃহবধূকে দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধায় ভিকটিমের পিতা মাতা জানান, উপজেলার সীমান্ত গ্রাম রাজাই লাগোয়া রাজাই সীমান্ত ছড়ায় শনিবার সকালের দিকে ২৩ বছর বয়সী হাজং গৃহবধু গোসলে একই গ্রামের আবুল কালাম জোরপুর্বক পাহাড়ঘেষা জঙ্গলের ভেতর ধরে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে।
এরপর গৃহবধূ বাড়ি ফিরে পরিবার ও সম্প্রদায় ( মন্ডলী)র লোকজনকে ধর্ষণের বিষয়টি জানান।
খবর পেয়ে থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে দুপুরের দিকে চিকিৎসার জন্য ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।উপজেলার উওর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম জানান, বিষয়টি খুবই ন্যাক্কার জনক, এ ধরণের ঘটনার যাতে পূন:রাবৃক্তি না ঘটে সে জন্য ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শনিবার সন্ধায় তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, অভিযুক্ত ধর্ষকারীকে পুলিশ হেফাজতে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এ ব্যাপারে থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply