দক্ষিণ সুরমার ঝালোপড়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামী তোহা আহমদ সোহাগকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই ঝালোপাড়া চাঁদনীঘাট এলাকার বি ব্লকের ৩৩নং বাসার মৃত ফয়েজ আহমদ আফাজ মিয়ার ছেলে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঝালোপাড়া চাঁদনীঘাট স্বপ্ননীড়-৩৩নং বাসায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম, এসআই মাহাবুর আলম মন্ডল, এএসআই ভূলন চন্দ্র দেব, কনস্টেবল রনি তালুকদার, কনস্টেবল হুমায়ুন কবির, কনস্টেবল রিপন দেব, কনস্টেবল নিতেন্দ্র পাল এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহাগ পেশাগত মাদক ব্যবসায়ি। নগরীর বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমায় মাদকের মামলা ও মোগলাবাজার থানায় বিস্ফোরক মামলা রয়েছে।
Leave a Reply