সিলেটের কোম্পানীগঞ্জ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ইন্তাজ আলী (৪০) উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছ গ্রামেরই বাসিন্দা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে খুন হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্তাজ আলী একজন ব্যবসায়ী ও সালিশ ব্যাক্তিত্ব। শনিবার সকালে নিজ গ্রামেরই আরজ আলীর নারী নির্যাতন সংক্রান্ত একটি সালিশ শেষে বাড়ি ফিরছিলেন তিনি।
পথিমধ্যে আরজ আলী পথ আটকিয়ে ছুরিকাঘাত করলে ইন্তাজ আলী মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার রহস্য জানতে তদন্ত চলছল। পাশাপাশি খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply