সিলেট নগরী থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর তালতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোয়ালাবাজারে উমরপুর এলাকার বাসিন্দা আহমদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৬) ও কুমিল্লার মাঝিগাছা এলাকার বাসিন্দা কামাল মিয়ার ছেলে সাদিক আহমদ ওরফে সাদেক (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাগত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত। জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে তারা ইয়াবা নিয়ে সিলেট নগরীতে বিক্রি করত । এছাড়াও তাদের কাছ থেকে নগরীর বিভিন্ন স্থানের মাদক বিক্রেতা ও মাদক সেবীরা খুচরা ও পাইকারী দরে ইয়াবা ক্রয় করতো বলে জানায় পুলিশ।
Leave a Reply