চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আফরোজা আক্তার সোনিয়া (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার ভাটিয়ারীর জাহানাবাদ ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গৃহবধূ সোনিয়া জাহানাবাদ এলাকার মো. রেজাউল হোসেনের স্ত্রী। সীতাকুণ্ড থানার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে খবর পেয়ে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ সময় বাড়ির লোকজনের উপস্থিতিতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Leave a Reply