চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলায় এ ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সমুদ্রপথে মান্দারিটোলায় আসা ১০-১২ জনের একটি দলকে ডাকাত সন্দেহে ধাওয়া দেয় স্থানীয়রা। অন্য সবাই পালিয়ে গেলেও ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ধরা পড়ে যায়। স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ওই চক্রটি ‘ডাকাতি করতেই’ সমুদ্রপথে সীতাকুণ্ডে এসেছিল বলে ধারণা করছেন তারা। গত কিছুদিন ধরে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেশ কয়েকটি স্থানে ডাকাতির ঘটনা ঘটছে। সমুদ্রপথে এসে তারা ডাকাতি করে পালিয়ে যায়।
Leave a Reply