চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সলিমপুরের সাগরপাড় এলাকা থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচর থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের আটক করা হয়।
আটক করার তথ্যটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশের ফাঁড়ির এএসআই মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, আটকদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৪ এবং শিশু রয়েছে সাতজন।
এর আগে পুলিশের কাছে গোপন তথ্য আসে দালালদের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি টিম নৌকা নিয়ে সলিমপুর এলাকার সাগরপাড়ে অবস্থান করছে।
খবর পেয়ে দ্রুত পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই রোহিঙ্গাদের ওই স্থানে নামিয়ে দিয়ে নৌকা নিয়ে পালিয়ে যায় দালালরা।
পরে স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয়দের সহায়তায় পুলিশ নারী ও শিশুসহ ১৯ জন রোহিঙ্গাকে আটক করে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে যাওয়ার জন্য সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন।
Leave a Reply