নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস উদ্ভোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
এই সময় উপস্থিত ছিলেন ৮নং মোহাম্মদপুর ইউপির মোঃমাসুদ উদ্দিন (ইউনিয়ন ভিডিপি কমান্ডার ৮নংমোহাম্মদ পুর)মোসা,মনোয়ারা( বেগম ইউনিয়ন ভিডিপি দলনেএী ৮নং মোহাম্মদ পুর), মোঃ মোস্তফা কামাল ভিডিপি সদস্য, মোঃফরহাদ হোসেন ভিডিপি সদস্য, মোঃজাবেদ হোসেন ভিডিপি সদস্য,মোঃদিদারুল আলম ভিডিপি সদস্য উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-চর ক্লার্ক ইউনিয়নের মোসা,ময়জমা বেগম (চরক্লার্ক ইউনিয়ন ভিডিপি দলনেএী), মোঃ আবুল কাসেম,মোঃনিজাম উদ্দিন,মোঃআবু সাহেদ মোসাঃপলি আক্তার, সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আনসার ও ভিডিপি’র উন্নয়ণ মুলক উদ্যোগ ও সামাজিক উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।
Leave a Reply