বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এবং নোয়াখালী জেলার -জেলা কমাড্যান্ট এর সহযোগিতায় আনসার ভিডিপি সদস্য এবং দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার (চিড়া, মুড়ি, গুড়, কলা ইত্যাদি) বিতরণ করা হয়েছে।১৪ মে (রবিবার)নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন জেলা কমান্ড্যাট মাহবুবুর রহমান । তিনি বলেন -আনসার ভিডিপি সদস্যদের প্রচারণা ও তৎপরতায় বিপুল সংখ্যক দুর্গত মানুষ ঘূর্ণিঝড় মোখার কারণো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতায় আমাদের ইউনিয়ন লিডার, আনসার কমান্ডারগণ ও ভিডিপি সদস্যরা নিয়োজিত ছিলো।এই সময়( ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন কমান্ডার)মোঃ মাসুদ উদ্দিন বলেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় দুর্যোগ পূর্ণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে।আমরা মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সকল নির্দেশনা পালন করেছি।সুবর্ণচর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক-রহিমা বেগম বলেন-আমরা অতীতে ও দুর্যোগ মোকাবিলায় জনসাধারণের পাশে ছিলাম এখনো আছি,প্রতিটি ইউনিয়নে আমাদের সদস্যরা মানুষ সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করছে।এই সময় উপস্থিত ছিলেন -৮নং মোহাম্মদপুর ইউনিয়ন (সিপিপি) কমান্ডার মোঃ নুর নবী,(৮নং মোহাম্মদপুর ইউনিয়ন দলনেত্রী) মনোয়ারা বেগম, ২নং চর বাটা ইউনিয়ন কমান্ডার নুর উদ্দীন, ৩নং চরক্লার্ক ইউনিয়ন ভিডিপির সদস্য নিজাম উদ্দিন সহ প্রমুখ।
Leave a Reply