বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দীর্ঘ ১০ বছর পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাহার উদ্দিন খেলনকে সভাপতি ও মোহাম্মদ হানিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় কাউন্সিলরদের সমর্থনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এ কমিটি ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্যাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
Leave a Reply